আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিভুজের প্রশ্ন এবং হোসেইনের উচিত জবাব



হোসেইন বলেছেন: আলোচনার কী আছে বুঝলাম না । ১. মুজিব ভাসানীর বিরুদ্ধে স্বাধীনতার পরবর্তী সময়ে কী করছেন , এ দিয়ে কী বুঝাইতে চাইলেন ? মনে হয় এটা প্রমান করার ট্রাই দিলেন যে মুজিব একজন ফ্যাসিস্ট ছিলেন । সেইটা ভিন্ন আলোচনা , সেইটার সাথে " ব্লগীয় মুক্তিযুদ্ধের চেতনাধারী" দের সম্পর্ক কী ? ২. ওসমানীকে কোথায় কিভাবে কারা ছোট করলেন , একটু ব্যাখ্যা দেন , বুঝে নেই আগে । ৩. জহির রায়হান অন্তর্ধান রহস্য নিয়ে তো ব্যাপক আলোচনা এবং লেখালেখি আছে । আপনি এই বয়েসে এসেও এটা জানেন না জেনে আশ্চর্যান্তিত হলাম ।

৪. ছাত্রলীগের মাস্তান মানিকে ধর্ষনের ঘটনা দেশবাসী জানে । এইটা ক্রিমিনাল কেস । একই ভাবে পূর্ণিমা ধর্ষন মামলা বা আরো বহুত ধর্ষনের ঘটনা হলো রাষ্ট্রের অভ্যন্তরে ঘটা ক্রিমিনাল কেস । এগুলোর উপযুক্ত বিচার হওয়া দরকার অবশ্যই । কিন্তু এইটার সাথে যুদ্ধাপরাধকে কোন বিবেচনায় মিলান , বুঝতে পারি না ।

কিছু মনে কইরেন না ত্রিভুজ , সাদা মনে একটা কথা কই । সব কিছুরে গুলাইয়া ফেলার একটা সিমটম আপনার মাঝে আছে । দয়াকরে বেশি বেশি পড়েন । আর পারলে কোন মনোরোগ বিশেষজ্ঞরে দেখান । রোগ হলে চিকিৎসা নেয়া উচিত ।

এতে লজ্জার কিছু নাই । এই যে এই সব ফাউল কথাবার্তা কন আর মাইনষে আপনেরে ছাগল কয় , এতে আপনার লজ্জা না হইলেও আমাদের মাঝে মাঝে লজ্জা হয় । আল্লাহ আপনার সুস্থতা দেন । আমীন ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.