আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিভুজের গবেষণাধর্মী মুক্তিযুদ্ধ বিষয়ক আর্কাইভ!!!

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

ত্রিভুজ ঘোষণা দিছেন তিনি একটা মুক্তিযুদ্ধ বিষয়ে আর্কাইভ সাইট বানাইবেন। খুবই সাদামাটা অথচ অনেক ইমোশনাল ঘোষণা! মুক্তিযুদ্ধ বিষয়ে তিনি যা ভাবেন, মুক্তিযুদ্ধ বিষয়ে তিনি যেভাবে ভাবেন তার উল্লেখ তিনি করবেন তার ভবিষ্যত এই সাইটে, তার কথাও তিনি উল্লেখ করছেন ঘোষণা সম্বলিত পোস্টে। ভালো! মুক্তিযুদ্ধ এমনেই দিকবিদিকে ছড়াক...আমাগো মতোন সাধারণ মানুষেরা মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য যেন অনলাইনে হাতড়াইয়াও পাইয়া যান, সেইরম সহজলভ্যতা হইলেতো আমাগো লাভই হইবো! এর আগে আমাগো আরেকজন ব্লগার, অমি রহমান পিয়াল, তিনিও একটা মুক্তিযুদ্ধ বিষয়ক আর্কাইভ সাইট করনের পরিকল্পণা নিছেন, সেইটাও এখনো প্রস্তুতি পর্যায়ে আছে যতোদূর জানি। জন্মযুদ্ধ ঠিকানার ঐ সাইট বানানের আগে পিয়াল ব্লগে ঘোষণা দিছিলেন ত্রিভুজের মতোই...তয় ঘোষণার ভাষাভঙ্গীতে একটু পার্থক্য ছিলো, পিয়ালরে আমি 'যতোটাকা লাগে' এই টাইপ আবেগের ব্যবহার করতে দেখি নাই। কিন্তু ত্রিভুজ যতো টাকা লাগে ততো টাকা খরচ করবেন বলছেন, তার ইমোশন মনে হয় পিয়ালের চেয়ে বেশি! ত্রিভুজের ঘোষণা পোস্ট আর সেই পোস্টের মন্তব্য পইড়া আমার মনে হইলো, তিনি মনে করেন মুক্তিযুদ্ধ নিয়া কিছু বিষয়ে এখনো বিতর্ক আছে, আর এই বিতর্ক নিয়া গবেষণা হওনটা দরকার, কারণ মুক্তিযুদ্ধের ইতিহাসটা বায়াস্ড...অতঃপর তিনিই লিখবেন মুক্তিযুদ্ধের সঠিকতা...নতুন প্রজন্ম যাতে বিভ্রান্ত না হয় তার প্রয়োজনে। আমি ত্রিভুজের উদ্যোগ নিয়া যারপরনাই উদ্বেলিত...তার প্রকল্প কবে শেষ করবেন তিনি সেই বিষয়ে আমার মনে হয় তার নিজের চাইতেও আমার আগ্রহী বেশি! কারণ এর আগে ত্রিভুজ সাহেব বেশ কিছু গবেষণা করছেন এই ব্লগে বিভিন্ন সময়ে। তার গবেষণার পোস্টটা দেখলেই বুঝন যায় তিনি মুক্তিযুদ্ধের একটা বিশেষ দিক নিয়া কাজ করছেন...আর তা হইলো মুক্তিযুদ্ধ আর ইসলামপন্থা... তিনি আসলে কি কইতে চান সেইটা আমার মতোন কমজ্ঞানী মানুষ এখন পর্যন্ত ধইরা উঠতে না পারলেও, তিনি মনে হয় কিছু একটা কইবেন তার সাইটে! তয় শেখ মুজিব আত্মসমর্পণ করছিলেন কি করেন নাই এইটা মুক্তিযুদ্ধের মনে হয় না বড় ঐতিহাসিক বিবেচনা... একটা যুদ্ধের ইতিহাস মানে তার প্রয়োজনীয়তা আর শত্রু-মিত্র চিননের ইতিহাস, ভারত আমাগো মুক্তিযুদ্ধকালীন মিত্র হইছিলো তাগো সাম্রাজ্যবাদী স্বার্থ থেইকা, এই সত্য তথ্য নিশ্চিত ত্রিভুজ সাহেব শত্রু বাঁচানের ফর্ম্যুলা হিসাবে ব্যবহার করবেন না তার গবেষণায়...মুক্তিযুদ্ধ বিষয়ক আর্কাইভ সাইট বলতে সেইখানে যোদ্ধা-মিত্র-শত্রু সকলের পরিচয় থাকতে হইবো অবস্থান বর্ণনাসহ। আর্কাইভ মানে তথ্য আর তত্ত্বের সম্মিলন, তার প্রতিফলন চাই ত্রিভুজের সাইটে...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.