আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিভুজের "ছাগু" হয়ে উঠা!!!

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

আগেই বলেছি - আমাকে ব্যান করেছে "ছাগু" নামে পরিচিত জনাব ত্রিভুজ। তাই আলাদা ভাবে এই পোষ্ট দেওয়ার কারনে যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তাহলে দুঃখ প্রকাশ করছি। প্রথম প্রশ্ন - ত্রিভুজ সাহেব আমার মন্ত্রব্যের কাট-পেস্ট করে নব আবিষ্কৃত পোষ্ট দিয়েছেন। সৌজন্যতার কারনেও আমার নামটা সেখানে দেওয়া উচিত ছিল। আবারও বলছি - নিলজ্জতাই রাজাকারদের প্রধান ভুষন।

আমার যে মন্তব্যের পর আমাকে ব্যান করেছেন তাতে আপনাকে অনুরোধ করেছিলাম আপনার চৌর্যবৃত্তিটা বাদ দিন। কিন্তু আমাদের কথা আপনি শুনবেন কেন? যখন ব্লগের কতৃপক্ষ আপনার কানটা কেটে দিল সেটা কি আপনাকে একটুও লজ্জিত করেছে। একটা কথা বোধ হয় সত্য যে, ভারতে বিজেপির সবচেয়ে বড় বন্ধু হরো বাংলাদেশের জামাত। ক্ষমতায় যাওয়া আগে জামাতের নেতারা ভারত বিরোধীতা করে মুখে ফেনা তুলতো - পরে চুপ চাপ দাদাদের চেটেছে। রাজাকারা তো পাঁচ বছর ক্ষমতা ছিল তখন তাদের ফারাক্কা নিয়ে কোন কথা বলতে দেখা যায়নি।

কারন - ভারতীয় জুজু হলো তাদের ব্যবসার একটা পন্য। ত্রিভুজও সেই পুরোনো পথই ধরেছে। পাঠক, সাধারনত বাচ্চা রাজাকাররা যুক্তিতে দূর্বল থাকে কিন্তু এই রাজাকারটা একটু স্মার্ট। সে মুক্তিযুদ্ধকে ঢাল হিসাবে ব্যবহার করছে। সুতরাং সাধু সাবধান।

(জনতার দাবীর প্রেক্ষিতে শিরোনাম কিঞ্চিত সংশোধন করা হইল - এস্কিমো, উত্তর মেরু থেকে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.