আমাদের কথা খুঁজে নিন

   

শাহীন - চট্টগ্রাম এর প্রশ্নের প্রেক্ষিতে মওদুদী ফেৎনার ব্যাখা প্রসংগেঃ

সুবহানাহু তায়া’লা ওয়ারাআল ওয়ারাই ছুম্মা ওয়ারাআল ওয়ারাই-জ্ঞান ও অনুভূতি যে পর্যন্ত পৌছে, আল্লাহতায়ালার জাতে পাক তার পরে, বরং তারও আরো পরে।

মওদুদী ফেৎনা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশী মুসলমানদের জন্য সবচেয়ে বড় ফেৎনা । অভিশপ্ত ও পথভ্রষ্ট আবুল আলা মওদুদীর তত্ত্ব ও দর্শনের এদেশী ধারক ও বাহক হচ্ছে জামাতে ইসলাম নামধারী রাজনৈতিক দলটি। তার সুনিপূনভাবে সাধারণ মুসলিমদের ইমান ও আকীদার বিকৃতি সাধনে সদা তৎপর্। সম্মানিত নবী রাসুল (আঃ) ও সাহাবী (রাঃ) এর সমালোচনা যা কোরানও হাদীস মোতাবেক সম্পূর্ণ নিষিদ্ধ তা এ সম্প্রদায়ের প্রিয় বিষয়, অথচ তাদের ইমাম আবুল আলা মওদুদীর সমালোচলনা এদের গাত্রদাহের উদ্রেক করে।

এমন বিষয়াদি যা শরীয়তে অবৈধ বলে স্বীকৃত ( যথা মুত'আ বিবাহ, পবিত্র রমজানে সূর্যদয় কালীন পানাহার , নারী নেতৃত্ব প্রভৃতি) এদের নিকট অতীব প্রিয়। আহলে সুন্নাত ওয়াল জমিয়তের সম্মানিত ইমাম ও অলী আউলিয়া গণ যে পথে গমন করেন বা যে মত অবলম্বন করেন তা এদের নিকট দূর্বিষহ তূল্য। এরা পবিত্র কোরানের ভূল তাফসীর ও অপব্যাখা প্রদান করে সাধারন মানুষকে বিভ্রান্ত করে। ইসলামী গণতন্ত্র নাম দিয়ে পাশ্চাত্য প্রভূদের মতাদর্শ প্রচলনের প্রচেষ্টা চালায় ও সবশেষে নিজেরাই লাঞ্ছিত হয় চরমভাবে। পবিত্র হাদিসের বর্ণনা অনুযায়ী, এদের সালাম দেওয়া , বা জানাজায় শরীক হওয়া, এদের ছেলের সাথে মেয়ে বিয়ে দেয়া বা মেয়ের সাথে ছেলে বিয়ে দেয়া বা এদের ইমামতিতে নামাজ পড়া নিষিদ্ধ।

পবিত্র কোরআনে বর্নিত বহূ ধ্বংশপ্রাপ্ত সম্প্রদায়ের ন্যায় এরাও একটি অভিশপ্ত সম্প্রদায়। বাংলাদেশের দূর্ভাগ্য এই কুলাঙ্গার গর্ভস্রাব গুলো এ দেশে স্তন্য লালিত.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.