আমাদের কথা খুঁজে নিন

   

রিয়াল মাদ্রিদে বেলের প্রথম অনুশীলন

টটেনহ্যাম থেকে বেলে ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে এসেছেন। তার এই অতিরিক্ত মূল্য নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। জিদান তো বলেই দিয়েছেন, বেলের মূল্য কখনোই এত বেশি হতে পারে না। যত বিতর্কই থাক বেলেকে রিয়াল মাদ্রিদ ১০০ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছে এটাই বাস্তবতা। সর্বকালের সর্বোচ্চ দামি এ ফুটবলার অবশেষে রিয়াল মাদ্রিদে অনুশীলনে নেমেছেন। কোচ কার্লো আনসেলত্তির অধীনে রোনালদোদের সঙ্গে ২৪ বছরের এ ওয়ালসের তারকা যাত্রা করলেন এক নতুন জীবনের।

বিশ্বকাপ বাছাই পর্বে ওয়েলস ৩-০ গোলে পরাজিত হয়েছে গত মঙ্গলবার। এ ম্যাচে ছিলেন বেলেও। জাতীয় দলকে তিনি ভালো কিছু উপহার দিতে পারেননি বেলে।

রিয়াল মাদ্রিদকে কতটা ভালো ফুটবল উপহার দিতে পারবেন তিনি! এমন বিস্ময়মাখা প্রশ্ন অনেকেরই। বার্সেলোনার ডিফেন্ডার পিকে তো বলেই দিয়েছেন, বেলের কাঁধে এখন ১০০ মিলিয়ন ইউরোর চাপ। এ চাপ সামাল দিতে না পারলে বেলেকে নিয়ে বিপদেই পড়বেন কার্লো আনসেলত্তি। তাকে সাইডলাইনে বসিয়ে রাখা পছন্দ করবে না ভক্তরা। আবার পারফর্ম করতে না পারলে দলে রাখাও তো মুশকিল!

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.