কত প্রতীক্ষা গেল হলো না সূর্যোদয়
আমাদের দেশের রাজনীতিতে সংস্কার নামে এক মহাযজ্ঞ শুরু হয়েছে। যারা শুরু করেছেণ তাদের মহান এই ব্রতের প্রতি সম্মান জানাতে বিন্দুমাত্র দ্বিধা বা সংকোচ আমার নেই। তবে আমি যে একেবারে নি:সংক তা ও নয়। ভয়টা আমার এখানেই যে রাজনীতিকে কলুষমূক্ত করতে, দুবৃত্তায়নমুক্ত করা আদৌ কী সম্ভব?
একটা সময় ছিল মেধাবী, সত মানুষেরা এ মহান পেশার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, ছিলেন প্রতিশ্রুতি বদ্ধ। সময় পাল্টেছে, পাল্টেছে পিরিস্থিত, এগিয়েছে দেশ আর পাল্টেছে রীতি। এখন সত মানুষেরা রাজনীতি করেন না করেন ঘৃণা।
তাহলে লোম ছারা কম্বল তৈরী হবে কী দিয়ে। আর লোম বাচতে বাচতে কম্বলটাই কী উজার হয়ে যাবে না একদিন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।