যদি এমন হতো বাংলা সিনেমায় অভিনয় করছেন ১৯৯৪ সালের মিস ইউনিভার্স সুস্মিতা সেন। তাহলে হয়তো বাংলার যারা সুস্মিতার জন্য হা-হুতাশ করেন তাদের মনোবেদনা দূর হতো।
এবার বুঝি সত্যি সত্যি বাংলার সুস্মিতা ভক্তদের মনোবেদনা দূর হতে চলেছে। কারণ দীর্ঘ বিরতির পর সুস্মিতা সেন আবারও পর্দার সামনে আসছেন। তবে বলিউডের পর্দায় নয়, সুস্মিতা ফিরছেন টলিউডে।
সম্প্রতি মুম্বাইয়ে সাংবাদিকদের সুস্মিতা সুস্মিতা জানিয়েছেন, তার বিরতিপর্ব শেষ হওয়ার পথে। মাঝখানে বেশ কয়েক বছর তিনি লাইট, সাউন্ড, ক্যামেরার বাইরে। কিন্তু আর নয়, আবার তিনি অ্যাকশনে ফিরছেন।
টলিউডের পরিচালক রূপালি গুহ'র পরিচালনায় একটি বাংলা ছবিতে কাজ করবেন সুস্মিতা। তিনিই মুখ্য ভূমিকায়।
বেশ ক'বছর আগে তিনি বাংলায় কাজ করবেন, এমন খবর শোনা গিয়েছিল। কিন্তু সে ছবির ভবিষ্যত কী হলো, তা এখনও অজানা। সেই হিসেবে গেলে, এটাই হতে চলেছে সুস্মিতা সেনের প্রথম বাংলা ছবি।
সূত্রে জানা গেছে, গত এক বছর ধরেই 'ম্যাঁয় হুঁ না'র সেই স্বপ্ন-স্বপ্ন শিক্ষিকাটি ভালো চিত্রনাট্যের খোঁজে ছিলেন। জুতসই স্ক্রিপ্ট পেলে সেই প্রোজেক্টে তিনি কাজ করবেন, এমনটাই ইচ্ছে ছিল।
কলকাতায় রূপালি গুহ'র সঙ্গে দেখা হয় তার৷ রূপালি তাকে 'যদি এমন হতো'র চিত্রনাট্যটি পড়ান। আর চিত্রনাট্য পড়ার এক সপ্তাহের মধ্যে এই ছবিতে কাজ করবেন বলে জানিয়ে দেন সুস্মিতা সেন।
চিত্রনাট্য সম্পর্কে সুস্মিতা বলেন, 'রূপালি যে স্ক্রিপ্ট আমায় পড়ান, সেটা ওয়ান্ডারফুল। আমি তাই কাজ করবো বলে জানিয়ে দিই৷ আমি এই ছবিটা করবার জন্য উদগ্রীব। '
'যদি এমন হতো' ছবিটি মূলত বিবাহবিছিন্ন এক দম্পতির কাহিনী।
নতুন পরিস্থিতিতে ওই দম্পতির কী পরিবর্তন হয়, সেটা ঘিরেই ছবির বুনোট। আসলে একটা মানুষ এক-এক রকম পরিস্থিতিতে কেমন বদলে যেতে পারে, সেটাই ছবিতে দেখানো হচ্ছে।
কী হলে, কী হতে পারে, তারই খোঁজ করেছেন পরিচালক। তাই ছবির নামও 'যদি এমন হতো'।
ছবিটা প্রথম দিকে বাংলা এবং হিন্দি, দু'টি ভাষাতেই তৈরির পরিকল্পনা ছিল।
তবে শেষ পর্যন্ত ঠিক হয়েছে, আগে বাংলা ভার্সানটি তৈরি হবে, পরে হিন্দি। ইতিমধ্যে হিন্দির জন্য প্রয়োজনীয় স্বত্ত্ব কিনে নিয়েছেন সুস্মিতা। হিন্দি ছবিটিও তিনিই প্রযোজনা করবেন। বাংলাটি মুক্তি পাবে কলকাতায়। হিন্দি ছবি তৈরি হওয়ার পর সেটার বিপণনও করা হবে পৃথকভাবে।
এই ছবির হিরো কে? এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমকে এ-ব্যাপারে কিছু জানানো হয়নি। টালিগঞ্জের দু'একটি বড় নাম নিয়ে ভাবনাচিন্তা চলছে। তবে স্টারকাস্ট চূড়ান্তভাবে ঘোষণা করবেন পরিচালক রূপালি গুহই। কলকাতায় সুস্মিতা সেন আর রূপালির সাংবাদিক বৈঠক করার কথাও রয়েছে।
ছবির শ্যুটিং হবে কলকাতা আর মুম্বাইয়ে।
গ্রামেও কয়েকটি দৃশ্যের শ্যুট হওয়ার কথা রয়েছে। ছবিটি আগামী বছর মুক্তি পাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।