তারিখ ঘোষণা করা হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক সম্মানের ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অদ্যাবধি পরীক্ষা নেওয়ার জন্য কোনো কমিটি গঠিত না হওয়ায় এ অনিশ্চয়তা দেখা দেয়। সূত্র জানায়, বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হলেও এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষকদের উপাচার্যবিরোধী আন্দোলনই এই ভর্তি পরীক্ষা অনিশ্চয়তার মূল কারণ। বিগত কয়েক মাস ধরে শিক্ষকদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ে কোনো সিনেট, সিন্ডিকেট, একাডেমিক এমনকি সাধারণ সভাও হয়নি। উপাচার্য অবরোধ মুক্ত হওয়ার পর গত ২৬ আগস্ট ২০১৩-১৪ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভা ডাকেন। সেটি আবার উপাচার্যের নির্দেশেই স্থগিত করা হয়। এরপর আরও দুটি সভা অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্যের কোনো সভায় অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন।
এ প্রসঙ্গে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বলেন, আগামী ১৯ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনকারী এক শিক্ষক বলেন, অধ্যাপক আনোয়ার হোসেন পদত্যাগ না করা পর্যন্ত তার অধীনে কোনো প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ডে আমরা অংশ নেব না। ফলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে রয়েছে ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে তদন্তের জন্য শিক্ষামন্ত্রীকে বেঁধে দেওয়া সময় অতিবাহিত হলেই চলমান সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটি চলমান সংকট নিরসনে গতকাল ক্যাম্পাসে বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষ্য নিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।