আমাদের কথা খুঁজে নিন

   

স্থির মূর্তি- চলছি, থামছি

এখানে নীল জল টলমল করে,এখানে নীলের ছায়া পড়ে

হাটছি তো হাটছি,এদিক ওদিক দেখছি, কি দেখছি? হমম কদিন আগেও ন গ্ন দাড়িয়ে ছিল ঠায়, হাড় কংকাল বের করে ,তেমন কিছু মনে হচ্ছে না...ঘাসে মেজেন্টা, হলুদ, নীল, সাদার ছড়া ছড়ি কেউ যেন এমনি যত্র তত্র রং ছিটিয়ে গিয়েছে,হাটছি , থামছি ...হাটছি........উচু নীচু সবুজ লন, খুব যত্নের ছোয়া,দল বেধে পাখির দল খুটে চলেছে, ফটো সেশনে বড্ড অনিহা ,হাটছি , বসছি, আবার হাটছি....বালু তটে অসংখ্য পায়ের ছাপ,ও মা কি ভীষন ঠান্ডা,-অনুভব করছি,এদিক ওদিক ছুটে চলছে বল,আয়েত্বে রাখার আপ্রান চেস্টা...তাও বিদ্্রোহী বল ঠিক হাত ছুয়ে বেড়িয়ে যায়,ওমা কি ব্যথা!!অনুভব করছি...বসে আছি স্থির বসে আছি, হাটছি, থামছি...হাটছি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।