মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিচার পুনরায় শুরু হয়েছে। গতকাল দেশটির একটি আদালতে ২০১১ সালে তার বিরুদ্ধে আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার মামলার বিচার নতুন করে শুরু হয়। গত বছর ওই মামলায় দোষীসাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক। আপিলের পরিপ্রেক্ষিতে তার যাবজ্জীবন বাতিল করে নতুন করে বিচার শুরু করার নির্দেশ দেন আদালত। এএফপি।
গত মাসে আদালত তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। তবে তিনি এখন গৃহবন্দী রয়েছেন। ৮৫ বছর বয়সী মোবারক ২০১১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কারাগারে ছিলেন। মোবারকের শারীরিক অবস্থাকে সামনে এনে তার মুক্তি দাবি করেন তার সমর্থকরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।