সীমানা নির্ধারণে জটিলতায় তফসিল ঘোষণার তিন দিনের মাথায় রংপুরের চার উপজেলায় উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে। উপজেলাগুলো হলো- সদর, গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা। বৃহস্পতিবার জেলা প্রশাসক স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়। জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের আয়তন ৫২ থেকে বাড়িয়ে ২০৩ বর্গকিলোমিটার করা হয়। এতে সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৭টি, গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার একটি করে ইউনিয়নের কিছু অংশ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হয়। এরপর এসব উপজেলার সীমানা নির্ধারণ করা হয়নি। জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বলেন, সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে সদর, গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।