সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার
আলী বারকাডোগলু ইস্তান্বুলের তুরস্কের সুলতান শাহী মসজিদের ইমাম। এটা তুরস্কের সবচেয়ে বড় ও ধর্মনৈতিক প্রশ্নে অর্থবহ সীকৃত সামাজিক প্রতিষ্ঠান। ধর্মপীঠস্থান হিসেবে মুসলিম বিশ্বসহ, স্থাপত্যশিল্পের নিদর্শন হিসেবে ট্যুরিষ্টদের জন্যেও এক প্রধান আকর্ষন। এ মসজিদের ইমাম হিসেবে আলী বারকাডোগলু সরকারীভাবে তুরস্কের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানেরও প্রধান। বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের প্রায় দশ হাজার কর্মী তার অধীনে কাজ করেন।
আলী বারকাডোগলু ইসলাম ধর্মের বিভিন্ন ব্যাখ্যাকে সময়োপযোগী করার জন্যে বিজ্ঞ ও চিন্তাবিদ ওলেমাদের নিয়ে এক কমিশন গঠন করেছেন। তারা নানাভাবে চিন্তা ও গবেষনা করে কোরানের বিভিন্ন ব্যাখ্যাকে নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করছেন। তারা সবাই তুর্কী সরকারের বেতনভুক কর্মচারী।
এক সাক্ষাতকারে আলী বারকাডোগলু বলেছেন,
"কোরানের একটি বাক্যও আমরা পরিবর্তন করতে যাচ্ছি না। "
"ধর্ম ও রাষ্ট্রকে একত্রকরণ কখনোই একটি রাষ্ট্রের জন্যে মঙ্গলজনক নয়।
"
তুরস্ক একটি মুসলিম অধ্যুষিত রাস্ট্র হলেও মুসলিম রাষ্ট্র নয়। রিপাবলিক তুরস্ক হিসেবেই বিশ্বে এ রাষ্ট্রের পরিচিতি। মডারেট ইসলামপন্থীরা সরকারে। তাদের স্পষ্ট সহযোগীতা ও সমর্থনেই এ বৈপ্লবিক কাজে হাত দিয়েছেন আলী বারকাডোগলু।
ব্লগে বিভিন্ন মৌলবাদী ব্লগার তাদের ধর্মভিত্তিক রাষ্ট্রের বিজয়ী উদাহরণ হিসেবে তুরষ্ককে দাঁড় করিয়েছেন।
আশা করি এই পোষ্টটি পড়ার পর তারা তাদের নিজেদের অজ্ঞতা দুর করায় প্রয়াসী হবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।