আমাদের কথা খুঁজে নিন

   

এভারটনের কাছে মরিনহোর হার

হোসে মরিনহোর আত্দবিশ্বাসে চির ধরাল এভারটন। গত শনিবার গুডিসন পার্কে এভারটন ১-০ গোলে হারিয়ে দিয়েছে চেলসিকে! পরাজয়টা বড় ধরনের আঘাত হয়েই দেখা দিল মরিনহোর কাছে। অথচ এই নিয়ে তিনি কাউকে দোষারোপও করতে পারছেন না। চেলসির এই পতন ইংলিশ প্রিমিয়ার লিগের চিত্রটাতেও বেশ খানিকটা পরিবর্তন এনে দিল। ম্যানইউ ২-০ গোলে জয় পেয়েছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। আর্সেনাল ৩-১ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। এছাড়া টটেনহ্যাম ২-০ গোলে হারিয়েছে নরউইচকে।

গত শনিবারের জয়-পরাজয়ের পর ইংলিশ লিগের চিত্রটা দাঁড়াল আর্সেনাল চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে। টটেনহ্যাম এবং লিভারপুলেরও সমান পয়েন্ট। মজার ব্যাপার হলো তিন দলের গোল ব্যবধানও সমান (+৩)! তবে এগিয়ে রয়েছে লিভারপুলই। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট অলরেডদের। সেই হিসেবে শীর্ষে থাকার সুযোগটা এখনো হারায়নি লিভারপুল। আজ সোয়ানসে সিটির বিপক্ষে জিতলেই শীর্ষ স্থান ধরে রাখবে তারা।

ওয়েইন রুনির জন্য ভাগ্যের দুয়ার খুলেই গেল বোধ হয়। আলেঙ্ ফার্গুসনের দলে শেষদিকে অনেকটাই অবাঞ্চিত হয়ে পড়েছিলেন তিনি। তবে ডেভিড ময়েসের দলে রুনির মূল্য এখন অনেক। কেনই বা হবে না! নিয়মিতই আলো ছড়াচ্ছেন রুনি। গত শনিবারই যেমন রুনি গোল করে দলের জয়টা কিছুটা বড় করেছেন। রবিন ফন পার্সি প্রথমার্ধেই গোল করে জয়ের ভিতটা রচনা করেছিলেন।

এদিকে চেলসির পতন অনেকটাই আকস্মিক। এভারটন স্টিভেনের প্রথমার্ধের একমাত্র গোলটা ম্যাচের শেষ পর্যন্ত ধরে রাখল। চেলসি অবশ্য বেশ কিছু দারুণ সুযোগ হারিয়েছে। মরিনহোও বলছেন, 'আমাদের সুযোগ থাকা সত্ত্বেও গোল করতে পারিনি।' এই ম্যাচের পর শিষ্যদের বেশ খানিকটা সতর্ক করে দিয়েছেন মরিনহো।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.