আমাদের কথা খুঁজে নিন

   

একটি ধর্ষনের বানানো গল্প । । সব সমস্যার খুঁজে পাওয়া সমাধান

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

ইমরানা বিবি । ভারতের উত্তর প্রদেশের এক অশিক্ষিত পদর্ানশীন মুসলিম নারী । বয়স 25 । ধর্ষিতা হন, যেমন মেয়েরা হয়ে থাকেন । ইমরানা কে ধর্ষন করেন তার শ্বশুড় ।

হ্যাঁ শ্বশুড়, আইনত ও ধর্মত: যিনি পিতা । শ্বাশুড়ি ইমরানাকে বলেন ঘটনা চেপে যেতে । হায় অশিক্ষিত ও ই মেয়েটির জেদ সুবিচার পাবে । বিচার প্রার্থনা করেন শরীয়া পঞ্চায়েতের কাছে । দ্্রুত রায় ও ঘোষিত হয় : [গাঢ়] 1।

শ্বশুড়ের সাথে শারীরিক সম্পর্ক হওয়ায় ( ধর্ষনে তো তাই হয়!) স্বামীর সাথে তার বিয়ে অবৈধ হয়ে গেলো । অতএব তাকে স্বামীর ঘর ছাড়তে হবে এক্ষুনি 2। শরীয়া আইন অনুযায়ী শ্বশুড়ই এখন থেকে তার স্বামী । [/গাঢ়] না ! কাঠমোল্লাদের উপর দায় চাপিয়ে দেবার কিছু নেই । এ রায় সমর্থন করেছেন মুজাফফর ন গর শরীয়া আদালত, দেওবন্দ দারুল উলুম, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ।

***************************************** আমি ইদানিং বিশ্বাসী হবার প্রবল চেষ্টায় আছি । অতএব কোন ব্যক্তিগত মন্তব্য নয় । হয়তো পুরো ঘটনাটাই বানানো । মুসলিম সমাজ ও শরীয়ার বিরূদ্ধে মিথ্যাচার । তবু অতু্যৎসাহীগন ঘুরে আসতে পারেন সুত্র wjsK 1 wjsK 2


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.