সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়াই
ছিলো এতদিন।
মানে, বলতে চাইছি বর্ণ বাদ ছিলো এতো দিন। শুধু বর্ণ ছিলো। মানে বলতে চাইছি যে স্বরেব্যঞ্জনে বর্ণ ছিলো বেশ মাখামাখি করে, তবে বর্ণচ্ছটা খুলছিলো না। সুমন (এএমামু) এসে সব ফাক করলো।
এই যাহ, কী বলতে কী বলে ফেলি, চন্দ্রবিন্দু হারিয়ে একেবারে অমাবস্যা ... সব ফাঁক করলো। এখন ব্লগে রংবাজি চলছে অবাধে।
মোনোক্রোম্যাটিক ব্লগানোর সাথে পলিক্রোম্যাটিক ব্লগানোর পার্থক্যটা এখনই আঁচ করা মুশকিল। তবে বড়সড় একটা কিছু যে ঘটে যাবে শিগগীরই তাতে সন্দেহ নাই। বর্ণবৈষম্যের আলোড়ন টের পেতে হবেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।