আমাদের কথা খুঁজে নিন

   

লেবাননের সেনাবাহিনীকে ৩০০ কোটি ডলার দেবে 

লেবাননের সেনাবাহিনীকে তিন বিলিয়ন ডলার মঞ্জুরি সহায়তা দেবে সৌদি আরব। এই অর্থ সন্ত্রাসবিরোধী লড়াইয়ের কাজে লাগানো হবে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মাইকেল সুলায়মান। এক টেলিভিশন ভাষণে রবিবার লেবাননের প্রেসিডেন্ট সৌদি অর্থ সহায়তার কথা ঘোষণা করেন। সুলায়মান বলেন, আমাদের ভাইয়ের মতো দেশ সৌদি আরবের বাদশাহ লেবানন সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য উদারভাবে তিন বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে। এটি লেবাননের ইতিহাসে পাওয়া সবচেয়ে বড় অনুদান জানিয়ে তিনি বলেন, এই অর্থ ফ্রান্স থেকে অস্ত্র কেনায় ব্যয় করা হবে। সৌদি আরব সফররত ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ জানিয়েছেন, লেবাননের যে কোনো অস্ত্রের 'প্রয়োজনে' সাড়া দেবে তার দেশ। বিবিসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.