আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, আহত ৩০

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ায় ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়। উপজেলার নাথেরপেটুয়া পুরান বাজার এলাকার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের অফিস থেকে গতকাল মনোহরগঞ্জ পূর্ব শিবিরের অর্থ সম্পাদক আনোয়ার হোসেনকে আটক করে ছাত্রলীগের কর্মীরা। পরে তাকে নাথেরপেটুয়া ফাজিল মাদ্রাসার একটি কক্ষে আটক রেখে পুলিশে খবর দেয়। এ সময় শিবিরের শতাধিক কর্মী তাকে ছিনিয়ে নেয়।

এ নিয়ে ছাত্রলীগ ও শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনসহ ছাত্রলীগ ও শিবিরের ৩০ জন আহত হয়। এদিকে ছাত্রলীগ শিবিরের পরিচালিত ইসলামী সমাজকল্যাণ পরিষদের পাঠাগারে আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বলেন, বোমা তৈরির সময় শিবিরের সন্ত্রাসীদের বাধা দিলে তারা ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা করে। শিবিরের সন্ত্রাসীরা তাকে হত্যার চেষ্টা করে বলেও জানান তিনি।

মনোহরগঞ্জ পূর্ব শিবিরের সাধারণ সম্পাদক আরমান আজিজ জানান, ছাত্রলীগ বিনা কারণে আনোয়ার হোসেনকে আটকে রেখে মারধর করে। পরে শিবির কর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। এ নিয়ে সংঘর্ষ বাধে।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.