কুষ্টিয়ার খোকসায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরপপন্থী সংগঠন গণমুক্তিফৌজের আঞ্চলিক নেতা ও বাহিনী প্রধান ফজলুর রহমান ফজু (৩৫) মারা গেছেন।
আজ ভোর পৌনে ৪টার দিকে খোকসার উথুলিয়া ব্রিজের কাছে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, ভোর পৌনে ৪টার দিকে ফজলু উথুলিয়া ব্রিজের কাছে তার দলবল নিয়ে কোনো নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছিলো। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায়।
এসময় ফজলু ও তার দলবল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। এভাবে প্রায় আধাঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে ফজলু ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে এসময় একটি পিস্তল, একটি রিভলভার, একটি পাইপ গান, দুটি এলজিসহ বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।