আমাদের কথা খুঁজে নিন

   

‘বন্দুকযুদ্ধে’ আহত যুবকের মৃত্যু

নিহত মো. জাবেদ (২৬) কুর্মিটোলা বিহারী ক্যাম্পে থাকতেন। পুলিশের দাবি, তিনি ছিনতাইয়ে জড়িত ছিলেন।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শুক্রবার ভোরে পল্লবীর সিরামিক রোডে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হন জাবেদ।

রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

জাবেদের বাম পায়ে একটি গুলি লেগেছিল বলে এস আই জিল্লুর জানান।

তিনি বলেন, শুক্রবার ভোরে কয়েকজন ছিনতাইকারী সিরামিক রোডে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় পুলিশের একটি টহলদল সেখানে উপস্থিত হলে ছিনতাইকারীরা হাতবোমা ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে আহত হন জাবেদ।

ঘটনাস্থল থেকে কয়েকটি হাতবোমা, একটি চাপাতি, একটি ছোরা ও একটি দা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

ময়নাতদন্তের জন্য জাবেদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.