আমাদের কথা খুঁজে নিন

   

বন্দুকযুদ্ধে সন্ত্রাসী আজরাইলসহ আহত ৩

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে 'বন্ধুকযুদ্ধে' আজরাইল বাহিনীর প্রধান আরসেল ওরফে আজরাইল ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে কোতোয়ালির সিআরসি এলাকায় এ ঘটনা ঘটে। আজরাইলকে পুলিশি হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আকতার বলেন, পুলিশ কনস্টেবল কাইয়ুম হত্যা মামলার আসামি আজরাইলকে গ্রেফতার করতে সিআরবি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই পক্ষে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী আজরাইল, কাদের মোস্তফা ও হামিদ শরীফ নামে দুই পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, চাকু ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর নগরীর টাইগার পাসে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম। এ সময় আহত হন আরও তিন পুলিশ সদস্য।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.