আমাদের কথা খুঁজে নিন

   

'বন্দুকযুদ্ধে' জয়ী

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।



আপনি যদি মানুষ হন, তবে কোনো না কোনো মানবিক গুণ আপনার অবশ্যই আছে। নইলে আপনি মানুষ হতে পারেন না। অ্যাথনিসিটির ক্লাশে ড. আফতাব আমাদের যে ক'টা জার্নালের রেফারেন্স দিয়েছিলেন, তার কোনো একটাতে এ পড়েছিলাম।



স্মৃতি দূর্বল-ফরমালিন আর ক্যামিক্যালের খাবার শরীরটাও দূর্বল করেছে। তারপরে ভিতরে একটা মন আছে, যার মানবিক দিক মানুষকে মানুষ হিসাবে চেনে। তার জিজ্ঞাসা 'বন্দুকযুদ্ধে' জয়ীরা কি কোন পর্যায়ে পড়েন? তাদের রাষ্ট্রীয়ভাবে কি দিয়ে সম্মান জানানো দরকার। খালি পদক, নেতার বুক চাপড়ে দেয়া নাকি আরো উত্তম কিছু।

যেহারে দেশে তারা 'বন্দুকযুদ্ধ' চালিয়ে যাচ্ছেন, তাতে আমাদের মানবাধিকার কমিশনের প্রভূভক্ত প্রাণীটার প্রতি দয়া হচ্ছে।

অবশ্য উনি একটা আস্ত বোদাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই অধ্যাপক কিচ্ছু করার মুরদ নাই। খালি ঘটনার বর্নণা শোনে আর কান্দে। চোখ মুইচ্ছা সান্ত্বনা দেয়। নিজ চক্ষে দেখেই বলছি।

হুদাই আজাইরা একটা পোস্ট- গাড়ি-তেল পুড়ে আর দূষণ বাড়ায়। তারচেয়ে আইন পড়াইলেই ভালো করতো উনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.