আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম মেডিকেলের কর্মচারীদের বিক্ষোভ

পাঁচ দফা দাবি আদায়ে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেকহা) কর্মচারীরা। গতকাল সকাল থেকে দাবি আদায়ের আন্দোলন শুরু করে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ। কর্মচারীদের বিক্ষোভের চরম খেসারত দিতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও চিকিৎসাধীন রোগীদের। সকাল থেকে হাসপাতালের কর্মচারীরা কাজ বাদ দিয়ে দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করে। ফলে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়ে রোগী ও স্বজনরা। কোনো রোগী বিছানায় রক্তের জন্য অপেক্ষা করছেন, কিন্তু তা নেওয়ার কর্মচারী নেই। আবার নিরাপত্তা কর্মীরা বিক্ষোভে যাওয়ায় ভেতরের ফটক বন্ধ। ওষুধ নিয়ে স্বজনরা যেতে পারছেন না রোগীর কাছে।

কর্মচারীদের দাবির মধ্যে অন্যতম ৬০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, স্থায়ী পে-কমিশন, আউটসোর্সিং জনবল নিয়োগ প্রথা বাতিল, বাড়ি ভাড়া-চিকিৎসা-যাতায়াত-টিফিন ভাতা শতভাগ দ্রুত বাস্তবায়ন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শহীদুল গণি বলেন, সরকারি কর্মচারীরা আন্দোলন করলেও বেসরকারিভাবে নিয়োজিতরা কাজ করে যাচ্ছেন। তাই আপাতত কোনো সমস্যা হচ্ছে না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.