আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষাঙ্গনের দলাদলি

পাবলিক বিশ্ববিদ্যালয় আর অস্থিরতা যেন সমার্থক শব্দে পরিণত হয়েছে। দেশের ১৬ কোটি মানুষের করের টাকায় পরিচালিত হয় পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের একাংশের দলাদলির কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পেছনে যে শত শত কোটি টাকা ব্যয় হয়, তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নানা অজুহাতে আন্দোলন করা একশ্রেণীর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর রুটিন ওয়ার্ক হয়ে দাঁড়িয়েছে। তারা নিজেদের দল ভারি করার জন্য শিক্ষার্থীদের শিখণ্ডি হিসেবে ব্যবহার করে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষিয়ে তুলছে এসব দলাদলির ঘটনা। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে সব শিক্ষক এবং সব কর্মকর্তা-কর্মচারীর বেতন আসে জনগণের করের টাকা থেকে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যে টিউশন ফি দেয় তার চেয়ে অন্তত ১০০ গুণ অর্থ ভর্তুকি দেওয়া হয় সরকারি তহবিল থেকে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কারও মধ্যে সে অর্থের সদ্ব্যবহারের প্রতি কোনো দায়বোধ আছে কিনা সন্দেহ। শিক্ষক-কর্মকর্তাদের কোন্দলের কারণে প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি দানা বেঁধে উঠছে। শিক্ষার বদলে শিক্ষকদের একাংশ কোন্দলে ব্যস্ত থাকাকেই কর্তব্য বলে ভাবছেন। কোন্দল ও হানাহানির কারণে সেশনজটের কবলে পড়ছে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবন। জাহাঙ্গীরনগর, রাজশাহী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, পটুয়াখালী, কুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে তছনছ করে দিয়েছে কোন্দল চর্চার অপনীতি। শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে সুনীতির শিক্ষা লাভ করবে এমনটিই কাঙ্ক্ষিত। কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ শিক্ষার্থীদের সুনীতি ও সুবিবেচনায় উদ্বুদ্ধ করার বদলে কোন্দল ও হানাহানির দীক্ষা দেওয়ার যে পথ বেছে নিয়েছেন তা দুর্ভাগ্যজনক। এই অপনীতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পেছনে ১৬ কোটি মানুষের করের টাকা ব্যয়ের যৌক্তিকতা সম্পর্কে প্রশ্ন সৃষ্টি করছে। যার দায় তারা এড়াতে পারেন না।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.