দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকাল ৩টায় তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হবে। সারা দেশে ৩০০ আসনের বিপরীতে ২৬০৮ জন মনোনয়নপ্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ বৈঠকে দলের সংসদীয় বোর্ড, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীরা উপস্থিত থাকবেন। দলের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সদস্য সচিব সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। আওয়ামী লীগ সূত্রে জানা যায়, মতবিনিময় বৈঠকে দলীয় সভানেত্রী উপস্থিত নেতা-কর্মীদের আগামী নির্বাচন নিয়ে নির্দেশনামূলক বক্তব্য দেবেন। দুই-একদিন পরই দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করা হতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।