আমাদের কথা খুঁজে নিন

   

নৃশংসতার অবসান চাই

যাত্রীবেশে উঠে চলন্ত বাসে আগুন লাগিয়ে জানালা দিয়ে পালিয়ে গেল দুর্বৃত্তরা। আর সেই আগুনে দগ্ধ হলো ইডেন কলেজের এক ছাত্রী এবং প্রকৌশলীসহ আটজন। রাজধানীর রায়েরবাগ এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর ২টার দিকে সংঘটিত এ পৈশাচিক ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। হরতাল গণতান্ত্রিক অধিকার হলেও কাউকে হরতাল পালনে বাধ্য করা গণতন্ত্র নয়। যানবাহনে আগুন লাগানো কিংবা পেট্রলবোমা নিক্ষেপকেও গণতান্ত্রিক অধিকার বলে অভিহিত করা যায় না। কিন্তু সারা দেশে হরতাল পালনের নামে তেমনটিই ঘটছে। আমরা এ কলামে বার বার উল্লেখ করেছি, বিরোধী দল যে ইস্যুতে হরতাল ডাকছে সে সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই। আমরাও মনে করি, আমাদের দেশের বাস্তবতায় নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হওয়া উচিত। বিদ্যমান বাস্তবতায় দলীয় সরকারের অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচন প্রায় অসম্ভব বললেও চলে। সুষ্ঠু নির্বাচন প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা হোক, আমরা তেমনটিও দেখতে চাই। কিন্তু তার বদলে আন্দোলনের নামে যারা জ্বালাও-পোড়াওয়ের পথ বেছে নিচ্ছে তারা প্রকারান্তরে জনগণের শান্তিতে থাকার অধিকারকে কেড়ে নিচ্ছে। একইভাবে যারা ক্ষমতায় থেকে সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে ব্যর্থ হচ্ছে, তারা ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারাচ্ছে। জাতীয় স্বার্থে, ১৬ কোটি মানুষের স্বার্থে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও হানাহানি বন্ধ হওয়া দরকার। এ ব্যাপারে ছলচাতুরির অবসান ঘটিয়ে উভয়পক্ষকে এক টেবিলে বসতে হবে। খুঁজে পেতে হবে দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এমন সমাধান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.