জিম্বাবুয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। সিরিজে একটি সেঞ্চুরিসহ ২৩২ রান করেছেন মোহাম্মদ হাফিজ। যার ফলশ্রুতিতে হয়েছেন সিরিজ সেরা। সিরিজ সেরা হয়ে তৃতীয়বারের মতো ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে উঠে এসেছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। হাফিজ এক নম্বরে উঠে আসায় জায়গা হারিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে সাকিবের কাছে ওয়ানডে সেরা অলরাউন্ডারের পদটি হারিয়েছিলেন হাফিজ। বর্তমানে হাফিজের পয়েন্ট ৩৯৬ এবং সাকিবের পয়েন্ট ৩৮৭। গত এপ্রিলের পর কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেননি সাকিব।
গত জানুয়ারিতে সাকিবের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছিলেন হাফিজ। দক্ষিণ আফ্রিকা সফরে হাফিজ ব্যর্থ হলে আবারও শীর্ষে উঠে আসেন সাকিব। কিন্তু জিম্বাবুয়ে সফরে সাকিব ব্যর্থ হলে আবারও শীর্ষে উঠেন হাফিজ। গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাফিজ ব্যর্থ হলে আবারও শীর্ষে উঠেন সাকিব। ওয়ানডের মতো টেষ্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।