নিয়োগ দাবিতে গতকাল ঝিনাইদহে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকরা। সরকারি বালক বিদ্যালয় থেকে সকালে তারা মিছিল নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় ভেতরে আটকা পড়েন শিক্ষা অফিসারসহ কর্মকর্তা-কর্মচারীরা। তিন ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন।
পরে অফিসের সামনে সমাবেশ করেন শিক্ষকরা। ঝিনাইদহ জেলা প্যানেলভুক্ত শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক সুমাইয়া ইয়াসমিন, শাহীন হোসেন, রঞ্জিত কুমার, জোহরা বেগম প্রমুখ। এ সময় বক্তরা বলেন, ৪ অক্টোবরের মধ্যে সরকার তাদের দাবি না মানলে ৫ অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।