নাশকতার আশঙ্কায় গতকাল গাইবান্ধার সাদুল্যাপুরে আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের পর উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠান বাতিল করেছে। তবে জামায়াত-শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলাসহ জেলার সর্বত্র দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সাদুল্যাপুর প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হক মিলন বলেন, সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর শারীরিক কসরত, খেলাধুলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল পূর্বনির্ধারিত কর্মসূচি। কিন্তু ওই মঞ্চে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়ে বাকি সব অনুষ্ঠান বাতিল করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন জানান, নাশকতার আশঙ্কায় কিছু অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরে যে কোনো সময় বাকি অনুষ্ঠান করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।