ভারতের কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) এক শিক্ষার্থীকে বার্ষিক এক লাখ ডলার বা প্রায় ৬২ লাখ রুপি বেতনে কাজ করার প্রস্তাব দিয়েছে গুগল। ২৪ বছর বয়সী ওই শিক্ষার্থী কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছে। ইকনমিকস টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
আইএসআইয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ডিন প্রদীপ্ত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বেতনের চাকরির প্রস্তাব এটি।
প্রদীপ্ত বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনে এতদিন আইএসআইয়ের শিক্ষা কার্যক্রম পরিচিত ছিল।
এবারে চাকরির বাজারেও প্রতিষ্ঠানটিকে চিনবে সবাই। ২০১২ সালে এ প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ২৪ লাখ রুপি বেতনের চাকরি পেয়েছিলেন এক শিক্ষার্থী। বর্তমানে আইএসআইয়ের কলকাতা শাখাতে ১০০জন শিক্ষার্থী রয়েছে। কলকাতা ছাড়াও বেঙ্গালুরু, চেন্নাই ও দিল্লিতে প্রতিষ্ঠানটির শাখা রয়েছে।
আইএসআই থেকে শিক্ষার্থীদের নিয়োগদাতা কর্মকর্তাদের ভাষ্য, ২০১২ সালে এ প্রতিষ্ঠানটি থেকে নিয়োগ দিতে ৪৩টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল এবং গড় বেতন ধরা হয়েছিল ১২ লাখ রুপি।
এ বছর অফার আরও বেশি হবে।
গুগলের পক্ষে অবশ্য এ বছর সবচেয়ে বেশি বেতনে কর্মী নিয়োগের ঘটনা এটি নয়। এর আগে দিল্লি টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ৯৩ লাখ রুপি বার্ষিক বেতনে নিয়োগ দিয়েছে গুগল।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।