আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক গণমাধ্যমে

আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার খবর বিশ্ব মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে। বেশিরভাগ মিডিয়ায় এটিকে ব্রেকিং নিউজ হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনগুলোতে 'যুদ্ধাপরাধে বাংলাদেশে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর', 'ইসলামি দলের নেতা', 'বিরোধী মতের নেতা', 'ফাঁসি পরবর্তী সহিংসতা' এবং ট্রাইব্যুনালের আগের ঘটনাপ্রবাহগুলো উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ফাঁসি কার্যকরের পরপরই এটিকে ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো। সিএনএন, বিবিসি, আল-জাজিরা, এএফপি, এপি, পিটিআই-এর প্রতিবেদনগুলোতে বিভিন্ন দেশের মিডিয়াগুলো তাদের অনলাইন সংস্করণে প্রচার করে। সিএনএন-এর প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে 'জাতিসংঘের আপত্তি সত্ত্বেও জামায়াত নেতার ফাঁসি দিল বাংলাদেশ'। 'ইসলামি নেতা কাদের মোল্লাকে ঝুলালো বাংলাদেশ' বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দোষী সাব্যস্ত প্রথম ব্যক্তি হিসেবে কাদেরকে ফাঁসিতে ঝুলানো হলো। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স শিরোনাম করেছে 'যুদ্ধাপরাধে ইসলামপন্থি বিরোধী নেতার প্রাণদণ্ড কার্যকর করল বাংলাদেশ'।

নির্বাচনের এক মাসেরও কম সময় আগে এ পদক্ষেপ সহিংসতা উসকে দিতে পারে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

'বিরোধী নেতার প্রাণদণ্ড ?কার্যকর করল বাংলাদেশ' শীর্ষক আল-জাজিরা প্রতিবেদনে লেখা হয়, বিরোধীদলীয় নেতা আবদুল কাদের মোল্লাকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দিয়েছে বাংলাদেশ। আর এর মাধ্যমে ১৯৭১ সালে দেশটির রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যার জন্য প্রথম ব্যক্তি হিসেবে তাকে (কাদের মোল্লা) মৃত্যুদণ্ড দেওয়া হলো। দুবাই থেকে প্রকাশিত ইংরেজি ভাষার পত্রিকা গালফ নিউজের অনলাইন সংস্করণে শিরোনাম রাখা হয়েছে 'যুদ্ধাপরাধের জন্য মৌলবাদী জামায়াতে ইসলামী নেতার প্রাণদণ্ড কার্যকর করল বাংলাদেশ'। '১৯৭১ সালের যুদ্ধাপরাধে ইসলামি নেতার ফাঁসি দিল বাংলাদেশ' শিরোনামে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শেষ মুহূর্তের আপিল সুপ্রিমকোর্ট খারিজ করে দেওয়ার কয়েক ঘণ্টা পর যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত বিরোধী নেতার ফাঁসি দিয়েছে বাংলাদেশ। হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি এএফপির প্রতিবেদন প্রচার করেছে। বলা হয়েছে, 'মিরপুরের কসাই' হিসেবে পরিচিত এক জ্যেষ্ঠ ইসলামী নেতাকে বৃহস্পতিবার ফাঁসি দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের শিরোনাম ছিল 'যুদ্ধাপরাধে জামায়াত নেতাকে ঝুলালো বাংলাদেশ'।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.