আমাদের কথা খুঁজে নিন

   

রাসায়নিক প্রক্রিয়া কম্পিউটারে দৃশ্যমান করায় নোবেল

রসায়নে নোবেল পেলেন আরেই ওয়ারশেল, মার্টিন কারপ্লাস ও মাইকেল লেভিট। রাসায়নিক বিক্রিয়াকে কম্পিউটার পদ্ধতির মাধ্যমে দৃশ্যমান করার প্রক্রিয়া উদ্ভাবন করায় এবার রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। এরা হলেন অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক মার্টিন কারপ্লাস, ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক মাইকেল লেভিট ও ইসরায়েলি বংশোদ্ভূত ওয়ারশেল। এ বিজ্ঞানীরা অবশ্য সেই উনিশ শ সত্তরের দশকে রসায়নের জটিল সমীকরণগুলোর কম্পিউটার মডেল ও প্রোগ্রাম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর তার স্বীকৃতি হিসেবে চলতি বছর নোবেল পুরস্কার পেলেন এ বিজ্ঞানীরা।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের ভাষ্য- রসায়নকে সাইবার জগতে নিয়ে যাওয়ার কৃতিত্বের জন্য রসায়নে নোবেল পেলেন তিন গবেষক। রাসায়নিক বিক্রিয়াকে কম্পিউটার পদ্ধতির মাধ্যমে দৃশ্যমান করার প্রক্রিয়াটি বিজ্ঞানী ও প্রকৌশলী সবার কাজে লাগবে। এর মাধ্যমে নতুন ধরনের ওষুধ সহজে তৈরি সম্ভব হবে। গবেষকদের উদ্ভাবিত পদ্ধতিতে কম্পিউটারের সাহায্যে রসায়নের জটিল ও রহস্যময় প্রক্রিয়ার 'ম্যাপ' তৈরি করা সম্ভব। রাসায়নিক প্রক্রিয়ার বিস্তারিত জানা সম্ভব হওয়ায় এর মাধ্যমে নতুন ব্যবহারিক ক্ষেত্র তৈরি হয়েছে।

এএফপি, বিবিসি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.