ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, শুধু ক্ষমতার পট পরিবর্তনে কোনই কাজে আসবে না। ঘুরেফিরে আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় আনলে জাতির কোনো লাভ হবে না। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে না। তিনি বলেন, দিনদিন সন্ত্রাস, দুর্নীতিবাজরা মাথাচাড়া দিয়ে উঠবে। দেশ ভয়াবহ অবস্থার দিকে এগোবে। সময় থাকতে পৃথক ইসলামী বলয় তৈরি করতে হবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে পীর চরমোনাই আরও বলেন, মানবতার কল্যাণ ও মুক্তি নিশ্চিত করতে ইসলামের বিজয়ের বিকল্প নেই। সন্ত্রাস দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের প্রতিহত করে সমাজের সর্বক্ষেত্রে আল্লাহভীরু নেতৃত্ব তৈরি করতে হবে। রাষ্ট্রীয়ভাবে আল্লাহভীরু শাসক না থাকায় সমাজের সর্বত্র সন্ত্রাস ও লুটেরা রাষ্ট্রীয় সম্পদ লুটেপুটে খাচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে ইসলামের সুমহান আদর্শে সবাইকে ফিরে আসতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।