বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন ও বৈঠকে নিজের 'সামাজিক ব্যবসা'র তত্ত্ব তুলে ধরলেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি ২২ থেকে ২৫ জানুয়ারি সুইজারল্যান্ডের ডেভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডবি্লউইএফ) এক সম্মেলনে অংশ নেন। পুঁজিবাদের ভবিষ্যৎ শীর্ষক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন স্যার রিচার্ড ব্র্যানসন ও বিল গেটস। এটি সঞ্চলনা করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসা সম্পর্কে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, তিনি বিজনেস ও ফিলানথ্রপি (বিশ্বপ্রেম) এ দুয়ের মধ্যে সম্পর্ক তৈরিতে কাজ করে যাচ্ছেন, যার নামকরণ করেছেন সামাজিক ব্যবসা। এটি সমস্যা সমাধানে কাজ করবে। তবে ব্যক্তিগতভাবে কারও পুঁজি তৈরি করবে না। ড. ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে এক মধ্যাহ্নভোজে অংশ নেন। তিনি জাপানের প্রধানমন্ত্রীকে দেশটির অন্যতম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিকলো যে সামাজিক ব্যবসা গ্রহণে এগিয়ে এসেছে তা জানান। ড. ইউনূস জাপানের সরকারি অলস অর্থ সামাজিক ব্যবসায় বিনিয়োগের পরামর্শ দেন। জাপানের প্রধানমন্ত্রী এ ব্যবসা সম্পর্কে তার কাছে অবহিত হন এবং এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানান। মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সঞ্চলনায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম কিমের সঙ্গে উঁচু মানের এক বৈঠকে অংশ নেন প্রফেসর ইউনূস। এ ছাড়া তিনি মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রী মুস্তাপা মোহাম্মেদের আমন্ত্রণে তার সঙ্গে বৈঠক করেন। সেখানে মন্ত্রী তাকে মালয়েশিয়ায় সামাজিক ব্যবসার অগ্রগতি সম্পর্কে জানান। গত বছর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ নাজিব সোশ্যাল বিজনেস সামিট অনুষ্ঠানে এ ব্যবসায় বিনিয়োগের জন্য একটি ফান্ডের ঘোষণা দেন। এ ছাড়া ড. ইউনূস খ্যাতনামা অভিনেতা ম্যাট ড্যামনের সঙ্গে বৈঠক করে এ ব্যবসা সম্পর্কে তুলে ধরেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।