আমাদের কথা খুঁজে নিন

   

সংসদ থেকে ওয়াকআউট জাপার

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি গতকাল সংসদ থেকে ওয়াকআউট করেছে। দশম সংসদে গতকালই প্রথমবারের মতো দলটি ওয়াকআউট করল। সংসদে বৈঠক শুরুর ১৫ মিনিট পর বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির দলীয় সদস্যরা ওয়াকআউট করেন। বিরোধী দলের ওয়াকআউটকে ঘিরে অবশ্য সংসদে হাস্যরসের সৃষ্টি হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী প্রায় ১০ মিনিট বক্তব্য রেখে ৯ মিনিটের জন্য ওয়াকআউট করেন। বিকাল ৫টা ১৫ মিনিটে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। শুরুতেই পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ চান বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম। তাজুল ইসলাম তার দেওয়া বক্তব্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক রিপোর্টের কঠোর সমালোচনা করেন। সংসদে বিরোধী দল নেই বলে টিআইবির বক্তব্যকে অন্যায় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিদেশিদের হস্তক্ষেপেই টিআইবি এমন বক্তব্য দিয়েছে। তাজুল ইসলাম বলেন, আমরা সংসদে গঠনমূলক সমালোচনা করব। সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। বিরোধী দল মানে ফাইল ছুড়ে মারা নয়। জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে নতুন ইতিহাস সৃষ্টি করতে চায়।

বিরোধী দলের চিফ হুইপ বলেন, সরকার বিদ্যুতের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা অন্যায়। এতে দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতির মুখে পড়বে। তিনি সরকারের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে দাবি করেন। এর পর বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ওয়াকআউটের ঘোষণা দেন। এরপরই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্য ইসাফিল আলম বলেন, বিরোধী দল বিরোধিতার জন্য ওয়াকআউট করেছে।

জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল, তখন ছয়বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এ দাবিতে তাদের ওয়াকআউট মোটেও সমীচীন নয়।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.