আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

এএফসি অনূধর্্ব-১৯ বাছাই পর্বের 'সি' গ্রুপের উদ্বোধনী খেলায় স্বাগতিক ইরাকের কাছে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে নেয় দ্বিতীয় ম্যাচে। ১-০ গোলে হারায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতকে। আজ পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অংশ নেবে যুবারা। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। যদি জয় পায়, তাহলে বেস্ট রানার্স আপ দল হিসেবে চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। এশিয়ার মোট ৩৮টি দেশ ৯টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে আসরে।

কুয়েতের বিপক্ষে লাল কার্ড পেয়ে পাকিস্তানের বিপক্ষে আজ খেলতে পারছেন না হেমন্ত। দুই হলুদ কার্ড পেয়ে খেলতে পারবেন না মেজবাহও। গ্রুপ পর্বের শেষ ম্যাচ সামনে রেখে গতকাল অনুশীলন করেছে বাংলাদেশ অনূধর্্ব-১৯। দলের কোচ রেনে কোস্টার প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে শক্তিশালী বলেছেন, 'পাকিস্তান শক্তিশালী দল। দুর্ভাগ্য সঙ্গী থাকায় প্রথম দুই ম্যাচে সাফল্যের মুখ দেখেনি পাকিস্তান। আজ শেষ ম্যাচ। তাই ৩ পয়েন্টের জন্য মরিয়া হয়ে খেলবে তারা। আমরাও সেরাটা লড়ব। তবে আমরা দুজন ভালো খেলোয়াড়কে মিস করব।' তবে কোচ কোস্টার প্রশংসা করেছেন কুয়েতের বিপক্ষে দলের ভালো খেলার।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.