ঘুর্ণিঝড় পাইলিনের আঘাতের দু'সপ্তাহের মধ্যেই ফের দুর্যোগের মুখে পড়েছে ভারতের অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা। আজ রাত পর্যন্ত দুই রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে নিহত হয়েছে অন্তত ২১ জন। এছাড়া বন্যায় গৃহহীন হয়েছে লক্ষাধিক মানুষ।
জানা যায়, দুর্গা পূজার সময় উড়িষ্যা-অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় পাইলিন। বিপর্যস্ত হয়ে গিয়েছিল দুই রাজ্যের উপকূলীয় জেলাগুলি।
তার রেশ কাটতে না কাটতেই ফের তামিলনাড়ু উপকূলে হাজির হয় একটি শক্তিশালী নিম্নচাপ। সেটি স্থলভূমিতে না ঢুকে অন্ধ্র উপকূলের দিকে সরে আসায় ফের দুর্যোগ দেখা দিয়েছে ওই দুই রাজ্যে।
এদিকে উড়িষ্যার বিশেষ ত্রাণ কমিশনার প্রদীপ্তকুমার মহাপাত্র জানিয়েছেন, ১২টি জেলাতে অতি ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে গঞ্জামের পরিস্থিতিই সবচেয়ে খারাপ। জলে ডুবে ও দেয়াল চাপা পড়ে এ দিন রাত পর্যন্ত গঞ্জাম ও জগৎসিংহপুরে ১০ জনের মৃত্যু হয়েছে।
পাইলিনের হানাতেও এই উপকূলীয় জেলাতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। ইতোমধ্যে রাজ্যের ৮৫ হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনীর ৩টি হেলিকপ্টার সার্বক্ষণিক উদ্ধারকাজ করছে। এছাড়া সক্রিয় রয়েছে উদ্ধারকর্মীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।