বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগকে অবৈধ আখ্যায়িত ও নিষেধাজ্ঞাসহ কারণ দর্শানোর নোটিসের আদেশ জারি করেছেন হাইকোর্ট। এক রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ অক্টোবর বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ প্রসঙ্গে রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. ফরহাদ হোসাইন সিদ্দিকী জানান, মুক্তিযোদ্ধা সংসদের মেয়াদকাল উত্র্তীণ হওয়ায় মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. গোলাম মোস্তফাকে অনিয়মতান্ত্রিক উপায়ে চেয়ারম্যান পদে নিয়োগ দেয়। মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান পদে ওই নিয়োগ আইনানুগ হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।