আমাদের কথা খুঁজে নিন

   

চীন-ভারতের মধ্যে সামরিক হটলাইন!

এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী শক্তি চীন ও ভারতের সামরিক সদর দফতরের মধ্যে হটলাইন স্থাপনের কথা বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি স্বাক্ষরিত সীমান্ত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির আওতায় এ হটলাইন বসানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাম্প্রতিক বেইজিং সফরের সময়ে এ চুক্তি সই করা হয়। এতে চীন-ভারত সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে দেশ দুটির সশস্ত্রবাহিনী যৌথ তৎপরতা চালাবে। চীনের প্রতিরক্ষা দফতরের মুখপাত্র ইয়াং ইউজুন এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। তিনি আরও জানান, দুই দেশের 'লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল' বা এলএসি হিসেবে পরিচিত চার হাজার কিলোমিটারের বেশি সীমান্তে আস্থা বাড়ানোর বিষয়টি অব্যাহত রাখতে উভয় দেশ সম্মত হয়েছে বলেও জানান এ মুখপাত্র। তিনি আরও জানান, দুই দেশের সম্পর্কের স্বার্থে চীনা সেনাবাহিনী সীমান্তে পারস্পরিক আস্থা, সহযোগিতা বৃদ্ধি এবং শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে ভারতের সঙ্গে অব্যাহতভাবে কাজ করতে ইচ্ছুক। ইন্ডিয়ান এঙ্প্রেস।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.