আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে সংখ্যালঘুর ঘরে আগুন

বাগেরহাটের চিতলমারীর আরুলিয়া গ্রামে একটি মতুয়া মন্দির ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোরে অনিল মণ্ডল, সুনিল মণ্ডল ও ঋষিকেশ মণ্ডলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত মন্দিরটি ভাঙচুর করেন। তবে মন্দির ভাঙচুরের কথা অস্বীকার করে অনিল, সুনিল ও ঋষিকেশ বলেন, 'মন্দিরটি তাদের জায়গায়। দীর্ঘদিন ধরে সরিয়ে নিতে বলা হলেও না নেওয়ায় সেবায়েতের সঙ্গে তাদের বসচা হয়েছে মাত্র।' চিতলমারী থানার ওসি জানান, মন্দির ভাঙচুরের ঘটনায় একপক্ষ অন্য পক্ষকে অভিযুক্ত করছে। তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

সিলেটের জকিগঞ্জে প্রতিশোধপরায়ণ হয়ে এক সংখ্যালঘুর বসতঘর প্রতিপক্ষের লোকজন পুড়িয়ে দিয়েছে। রবিবার রাতে উপজেলার সিরাজপুর গ্রামের রণজিৎ দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা হলে পুলিশ পাশর্্ববর্তী মনসুরপুর গ্রামের ফেরদৌস আহমদ চৌধুরীকে আটক করেছে। গতকাল তাকে জেলহাজতে পাঠানো হয়।

রণজিৎ দাস জানান, রবিবার দুপুরে জকিগঞ্জ উপজেলা কার্যালয়ে একটি জলমহাল ইজারা নিয়ে ফেরদৌসের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে ফেরদৌসের নেতৃত্বে কয়েকজন লোক এসে তার পরিবারের সদস্যদের লাঞ্ছিত করে। পরে তারা পেট্রল ঢেলে বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.