বসুন্ধরা গ্রীনসিটির প্লট সিলেকশন শুরু হয়েছে। সাভারের হেমায়েতপুরে অবস্থিত বসুন্ধরা গ্রীনসিটি প্রকল্পের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২ এ আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের জন্য প্লট উদ্বোধন করা হয়। গতকাল অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম শামিম, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক লিয়াকত হোসেন, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) বিদ্যুৎ কুমার ভৌমিক, নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলামসহ বসুন্ধরা গ্রুপ ও ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ আবাসন খাতের অগ্রদূত। বসুন্ধরার প্লটের দাম তাই সবসময় বাড়ে। যে ক্রেতারা প্লট কেনেন, তারাই লাভবান হন। বক্তারা বসুন্ধরা গ্রুপের সঙ্গে থাকার জন্য ক্রেতাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বসুন্ধরা গ্রীনসিটির প্লট ক্রেতারা উপস্থিত ছিলেন। প্লট সিলেকশনসহ সব ধরনের ব্যবস্থা সময় মতো করায় ক্রেতারা সন্তোষ প্রকাশ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।