জাতীয়করণের পরেও প্রায় চার মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না নাসিরনগর উপজেলার ৪২টি রেজিস্টার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৮ জন শিক্ষক-শিক্ষিকা। এ ছাড়া তারা সরকার ঘোষিত মহার্ঘ্য ভাতা থেকেও বঞ্চিত। ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কয়েকজন শিক্ষক জানান, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর নাসিরনগরের ৪২টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সরকারি হয়। কিন্তু সেপ্টেম্বর থেকে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ফলে ১৬৮ জন শিক্ষক-শিক্ষিকা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভূইয়া বলেন, মন্ত্রণালয় থেকে বেতন-ভাতা বরাদ্দ পেলেই শিক্ষকরা বেতন পাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।