আমাদের কথা খুঁজে নিন

   

আসামিদের আনা হচ্ছে আদালতে

বহুল আলোচিত বিডিআর বিদ্রোহে পিলখানা হত্যা মামলার রায়ের জন্য আসামিদের আনা হচ্ছে ঢাকা আলিয়া মাঠে স্থাপিত বিশেষ আদালতে। আজ মঙ্গলবার বিডিআর বিদ্রোহ মামলার রায় দেয়া হবে। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান রায় ঘোষণা করবেন।

জানা যায়, সকাল দশটার দিকে এই মামলার রায় ঘোষণার কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে আলিয়া মাদরাসা মাঠের আশেপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়।

দীর্ঘ ৪ বছর ৮ মাস পর আজ রায় দেয়া হচ্ছে।

আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে গত ২০ অক্টোবর বিচারক এ মামলার রায়ের জন্য ৩০ অক্টোবর দিন ঠিক করে দেন। কিন্তু ওইদিন রায়ের জন্য নতুন তারিখ রাখেন বিচারক। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭৩ জন নিহত হন।

দেশের ইতিহাসে বহুল আলোচিত এই হত্যা মামলায় ২৩ বেসামরিক ব্যক্তিসহ ৮৩৪ জন আসামি।

এর মধ্যে বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুও রয়েছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.