পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাশ হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ। বিশেষ পিপি এএসএম রফিকুল ইসলাম গতকাল যুক্তিতর্ক উপস্থাপন করেন। তিনি বলেন, 'গণমাধ্যমে বিশ্বজিৎ হত্যাকারীদের মানুষ দেখেছে। বিভিন্ন পত্রিকার ছবি ও টেলিভিশনের ভিডিও ফুটেজে আসামিদের ছবি ও নাম পাওয়া গেছে। নৃশংস এ হত্যাকাণ্ডের জন্য তাদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করছি।' পরে আসামি শাওন ও সাইফুলের পক্ষে যুক্তি তুলে ধরেন তাদের আইনজীবীরা। ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হকের আদালতে আজও কার্যক্রম চলবে। গত বছর ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন বিশ্বজিৎ দাশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।