প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
ভালোবাসারা শিশিরের মতোন ঝরতে থাকলো।
শাফিক আফতাব......................
রাত্রি ক্রমশ নিস্তব্ধতার ভেতর গা এলিয়ে দিচ্ছে __
দীর্ঘ জার্নিতে স্প্রীং-এ যেমন আমরা ভর দেই।
আমি অবিকল তোমার ভেতর ভর দিয়ে ঘুমোতে গেলাম,
একটি কালোবেড়াল জ্বলজ্বল চোখে আমাকে নিরীক্ষা করছে।
আমি একটি ইনটেক প্যাকেট খুলতে গেলাম,
অমনি কাগজের খস খস শব্দে ঘুমন্ত গিরগিটি নড়েচড়ে উঠলো।
আমি যখন অন্ধকারে দুটো ফুল হাতের মুঠোয় পেলাম,
তখন অন্তগর্ত পুলকগুলো রাজপথে যাবার প্রস্ততি নিলো।
তুমি যখন জেগে উঠলে__তখন নিশিরাত :
ইকুরিয়ামে মাছগুলো রঙিন লেজ নাড়ছে।
তুমি যখন আমার পাশ হয়ে শুইলে,
বালিশের ফুলগুলো পাঁপড়ি মেলে দিলো__
এবং সত্যি সত্যি গন্ধ বিলাতে থাকলো__ম ম করতে থাকলো
আমার ভাড়াটে বাসায়__ভালোবাসারা শিশিরের মতোন ঝরতে থাকলো।
০৬.১১.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।