আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরা সিমেন্টেই পদ্মাসেতু সংযোগ সড়ক

বহুল প্রতীক্ষিত পদ্মাসেতুর সংযোগ সড়কের নির্মাণ কাজে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করা হবে। পদ্মাসেতুর সংযোগ সড়ক নির্মাণের দায়িত্ব পেয়েছে আব্দুল মোনেম লিমিটেড। আর আব্দুল মোনেম লিমিটেডের অংশীদার হিসেবে কাজ করবে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড।

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে আব্দুল মোনেম লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত এক চুক্তি সই হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান এবং আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)আব্দুল মোনেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী পদ্মাসেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আগামী সপ্তাহ থেকে সিমেন্ট সরবরাহ শুরু করবে। চুক্তির আওতায় প্রায় দেড় লাখ টন সিমেন্ট সরবরাহ করবে বসুন্ধরা সিমেন্ট।

এ উপলক্ষে এরইমধ্যে একটি সাইলো নির্মাণ করা হয়েছে এবং আরো একটি সাইলো নির্মাণের কাজ চলছে। বাল্ক ক্যারিয়ারের মাধ্যমে সাইলোগুলোতে সিমেন্ট সরবরাহ করা হবে।

দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক ভিআরএম প্রযুক্তিতে তৈরি বসুন্ধরা সিমেন্টের গুণগতমানের কারণেই নির্মাণকারী প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড এই প্রকল্পের অংশীদার হয়েছে বলে জানা গেছে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাঈনুদ্দিন মোনেম, মহিউদ্দিন মোনেম, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (তথ্য ও গণমাধ্যম) মোহাম্মদ আবু তৈয়ব, চিফ মার্কেটিং প্রমোশন অফিসার সাইফুল ইসলাম হেলালী, বসুন্ধরা সিমেন্টের জেনারেল ম্যানেজার (সেলস) খন্দকার কিংশুক হোসেন, বসুন্ধরা গ্রুপের হেড অব ডিপার্টমেন্ট (ব্যান্ড অ্যান্ড মার্কেটিং) এস এম জসীম উদ্দিন, করপোরেট সেলস ডিপার্টমেন্টের মনিরুজ্জামান, ব্র্যান্ড ম্যানেজার শামীম আল মামুন, টেকনিক্যাল ম্যানেজার শরৎ কুমার বড়ুয়া।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।