শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে দুুটি মামলা করেছে দুুদুক। মামলায় আসামি করা হয়েছে উপজেলা চেয়ারম্যানকেও। যে কোনো মুহূর্তে গ্রেফতারের ভয়ে সবাই গা ঢাকা দিয়েছেন। ফলে চেয়ারম্যান শূন্য হয়ে পড়েছে ঝিনাইগাতি উপজেলা। জানা গেছে, ঝিনাইগাতি উপজেলায় ভুয়া প্রকল্প দেখিয়ে সরকারি টাকা তছরুপের অভিযোগে গত ৩১ অক্টোবর ও ৩ নভেম্বর দুটি মামলা করেন দুদুক। উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ধানশাইল ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, নলকুড়ার খলিলুর রহমান, কাংশার আবদুর রউফ সরকার, গৌরীপুরের সুলতান আহাম্মেদ খোকা, সদরের জয়নাল আবেদিন খান, হাতিবান্দার নাসির উদ্দিন, মালিঝিকান্দার ইউপি চেয়ারম্যান শফি উদ্দিনের বিরুদ্ধে মামলা দুটি করেন টাঙ্গাইল দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। একাধিক সূত্র জানিয়েছে অভিযুক্তরা উচ্চ আদালতে জামিনের জন্য ঢাকায় অবস্থান করছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।