আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনের নামে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় তাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকার সাংগঠনিক সমন্বয়কারী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ গতকাল এক বিবৃতিতে বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের নামে দেশের ইতিহাসে নজিরবিহীন তামাশামূলক যে প্রহসন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে নিকৃষ্টতম পর্ব সম্পন্ন হয়েছে কুমিল্লা-৫ আসনে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ও গত পাঁচ বছরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন এবং কুমিল্লা-৫-এ আওয়ামী লীগ এমপি আবদুল মতিন খসরুর স্বৈরাচারী, অগণতান্ত্রিক, নিপীড়নমূলক কার্যক্রম ও দলবাজির প্রতিবাদে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার জনগণ ভোট কেন্দ্রে যায়নি। হাতে গোনা কয়েকজন আওয়ামী লীগ নেতা ও তাদের ক্যাডাররা বিজিবি ও পুলিশের পাহারায় অসহায় নির্বাচন কর্মকর্তাদের সামনে ব্যাপকভাবে জাল ভোট দিয়েছেন। এর আগে নানা মিথ্যা মামলায় ১৮ দলের নেতা-কর্মীদের এলাকাছাড়া করা হয়। ভোটের নামে এমন প্রহসন বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ আগে কখনো দেখেনি। বিজ্ঞপ্তি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.