স্বাধীন বাংলাদেশে জন্ম
২০১৩ এর শেষ বেলায় আরেক নুর হোসেনকে দেখলাম। বুকটা তার চওড়া কিন্তু খালি। যে কোন মুহুর্তে একটি বুলেট কোন বাধা ছাড়াই বিদ্ধ হয়ে কেড়ে নিতে পারে জীবন, এটা সে ভালো করেই জানে। তবু কিসের নেশায় মত্ত্ব সে। যে জীবনকে আমরা এত ভালোবাসি।
জ্ঞানপাপীরা যেখানে লাভ লোকশান হিসেব করে শীতের কুণোব্যাঙ সেজেছে। সেখানে এমন খেটে খাওয়া নুর হোসেনরা কিশের লোভে জীবন সঙ্কায় ফেলছে।
১৯৮৭ সালের ১০ই নভেম্বর তৎকালীন স্বৈরাচারী রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল এরশাদ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে ৫,৭ ও ৮ দলীয় জোটের ঢাকা অবরোধ কর্মসূচী পালিত হয়। সেদিন নুর হোসেন খোলা বুকে দু:সাহসিকতা দেখাতে গিয়ে মৃত্যুবরণ করেন।
২০১৩ সালের ১১ই নভেম্বর বর্তমান মেয়াদীত্তির্ণ সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ চট্টগ্রাম নগরীতে ১৮ দলের হরতালে কর্মীদের মিছিলে পুলিশ বাধা দিলে খোলা বুকে প্রতিবাদ জানায় আরেক নুর হোসেন।
সময়ের সাহসী সৈনিক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।