আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ খাতের সাফল্য

দেশের বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দেড়গুণ বেশি অর্থাৎ ১০ হাজার মেগাওয়াট অতিক্রম করেছে। ১৬ কোটি মানুষের একটি দেশে এ পরিমাণ বিদ্যুৎ চাহিদার তুলনায় যথেষ্ট না হলেও বাস্তবতার নিরিখে আশাজাগানিয়া অগ্রগতি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারে বর্তমান মেয়াদকালে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৭ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। আগামী মাসে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার মেগাওয়াটে উন্নীত হবে বলে এ খাতের সংশ্লিষ্টরা আশা করছেন। বিদ্যুৎ উৎপাদন মাত্র পাঁচ বছরের মধ্যে দ্বিগুণের বেশি হওয়া যে কোনো দেশের জন্য নিঃসন্দেহে এক বড় সাফল্য। আজকের যুগ হলো প্রযুক্তির যুগ। বিদ্যুতের আলো শুধু অন্ধকার দূর করে না, কলকারখানা চালাতে এমনকি কৃষিকাজেও এ ইন্ধন শক্তির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে হলে আগামী পাঁচ বছরে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ অথবা তার চেয়েও বেশি বাড়াতে হবে। তবে বিদ্যুৎ এমন একটি উপকরণ যার উৎপাদন ইচ্ছা করলেই বাড়ানো যায় না। চাহিদার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের সঙ্গতি রাখতে গিয়ে সরকারকে নানামুখী পদক্ষেপ নিতে হয়েছে। প্রথমদিকে কুইক রেন্টাল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করে চাহিদা পূরণের পদক্ষেপ নিতে হয়েছে। কুইক রেন্টালে উৎপাদন খরচ প্রায় দ্বিগুণ হলেও সংক্ষিপ্ত সময়ে বিদ্যুৎ পাওয়ার এটিই হলো একমাত্র উপায়। এ সরকারের আমলে রামপালে বড় আকারের তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে। সুন্দরবন-সংলগ্ন এলাকায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে বিতর্ক থাকলেও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে পরিবেশের ক্ষতি না হয় এমন প্রযুক্তিই ব্যবহার করা হবে এ প্রকল্পে। ভারত, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির উদ্যোগও নেওয়া হচ্ছে। আমরা মনে করি বিদ্যুৎ চাহিদা পূরণে সমন্বিত পদক্ষেপের কোনো বিকল্প নেই। তবে দেশে উৎপাদন কিংবা আমদানি সব ক্ষেত্রে স্বচ্ছতার প্রতিফলন যেমন ঘটাতে হবে। সব ক্ষেত্রে যাতে জাতীয় স্বার্থ প্রাধান্য পায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.