আমাদের কথা খুঁজে নিন

   

ফের অস্থিতিশীল শেয়ারবাজার

অবরোধ-হরতালের মধ্যে প্রায় দুই মাস ধরে স্বাভাবিক গতিতে শেয়ারবাজারে লেনদেন চললেও গত সপ্তাহে ফের অস্থিতিশীল হয়ে পড়েছে বাজার। সপ্তাহের শেষ দিনেও গতকাল ঢাকা স্টক এঙ্চেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। সপ্তাহের চার দিনে প্রতিদিনই লেনদেন ও সূচক কমেছে ডিএসইতে।

ডিএসই সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের চার দিনে গড় লেনদেন হয়েছে ৫১২ কোটি টাকা। আগের সপ্তাহে যা ছিল ৬৩০ কোটি টাকার বেশি। এক সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন কমেছে ১১৮ কোটি টাকার বেশি। এ সপ্তাহে ডিএসই সূচক কমেছে প্রায় ৬০ পয়েন্ট। চলতি সপ্তাহের চার দিনে এক দিন মাত্র ৪ পয়েন্ট সূচক বেড়েছে, অন্য তিন দিনই কমেছে। শেষ দিনে ডিএসইতে সূচক দাঁড়িয়েছে ৪২৪৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪৭৫ কোটি টাকার শেয়ার। লেনদেনকৃত ২৮৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। লেনদেনের শীর্ষে ছিল জেনারেশন নেঙ্ট, গোল্ডেন সন্স, প্যারামাউন্ট টেঙ্টাইল, আরগন ডেনিমস্, ডেল্টা লাইফ, আরএন স্পিনিং, ডেল্টা স্পিনার্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এস আলম কোল্ড রোল্ড ও ফ্যামিলি টেঙ্টাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৭ বেড়ে দাঁড়িয়েছে ১৩১৯৭ পয়েন্টে। লেনদেন হয়েছে ৫১ কোটি টাকার শেয়ার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.